টিউটোরিয়াল: ওয়েব ডিজাইন এন্ড ডেভলাপিং ০১

Share:
আজকে থেকে শুরু করলাম ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপ, ডোমেইন হোস্টিং, ওয়েব হোস্টিং, SEO টিউটোরিয়ালদিন দিন বেড়েই চলেছে ইন্টারনেট ব্যবহারকারি আরও বেড়ে চলেছে ওয়েব সাইট নির্মাতাকেউ ওয়েব সাইট বানায় শখে কেউ বানায় তার ব্যক্তিগত কাজে, কেউ আবার ব্যবসার জন্যকারু ইচ্ছা থাকলেও কোন ধরনের ওয়েব সাইট বানাতে পারছেন নাঅনেকেই এই ব্যপারে নতুন তাই আমি আপনাদের জন্যই নিয়মিত টিউটোরিয়াল লিখবো আপনাদের শেখানোর জন্য যে কিভাবে বানাবেন আপনারও একটা নিজস্ব ওয়েব সাইট
আজকের পর্বে আমরা জানবো যে ওয়েব সাইট, ডোমেইন ও ওয়েব হোস্টিং কী ও এর প্রয়োজনীয়তা!

০১. ওয়েব সাইট কি?

ইন্টারনেটে যেকোনো তথ্য অন্যের কাছে তুলে ধরার জন্য সবচেয়ে সহজ ও জনপ্রিয় মধ্যম কে ওয়েবসাইট বলা হয়আর এই ওয়েব সাইট এর মাধ্যমে আপনি যেকোনো ডকুমেন্ট, অডিও বা ভিডিও পুরো পৃথিবীর কাছে তুলে ধরা সম্ভব হয় ওয়েব সাইট এর মাধ্যম দিয়েআর ওয়েব সাইট কে আপনি আপনার ব্যাক্তিগত, কোন প্রতিষ্ঠান কোন অফিস এর জন্য ব্যবহার করতে পারেন

০২. ডোমেইন কি?

ডোমেইন মানে হচ্ছে একটি নাম যে নাম দিয়ে আপনার ওয়েব সাইট পৃথিবী চিনবেমনে করুন যে আপনার নাম মমিনুল হয় তাহলে আপনার ডোমেইনটি আপনি নিতে পারেন mominul.com, mominul.net, mominul.org, বা আরও বিভিন্ন ধরনের ডোমেইন নিতে পারবেনশুধু নাম দিয়েই নই আপনি আপনার প্রতিষ্ঠান বা আপনার পছন্দ মত নাম দিয়েও ডোমেইন নিতে পারেন (পরবর্তি পর্বে আলোচনা করব কিভাবে ডোমেইন নিতে হয়।)

০৩. ওয়েব হোস্টং কি?

ওয়েব হোস্টিং হচ্ছে একটি স্পেস (জায়গা) যেখানে আপনার ওয়েব সাইট এর তথ্য গুলো সংরক্ষিত থাকবেআপনি যেমন আপনার কম্পিউটারে হার্ডডিস্ক যুক্ত করে আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সংরক্ষণ ও সম্পাদন করেন সেই রকমই ওয়েব হোস্টিং এর কাজআপনি আপনার প্রয়োজন মত যেকোনো সাইজ এর ওয়েব হোস্টিং গ্রহণ করতে পারবেন (পরবর্তি পর্বে আলোচনা করবো কিভাবে পছন্দ ও ক্রয় করবেন ওয়েব হোস্টিং)
আজকের পোস্ট এখানেই শেষ করলাম। আশা করি খুব তাড়াতাড়ি পরবর্তী পোস্ট নিয়ে আসবো
সাথেই থাকুন

পরবর্তি পর্বে.

  • ডোমেইন রেজিস্ট্রেশন করবেন যেভাবে
  • যেভাবে ডোমেইন ওয়েব হোস্টিং এর সাথে যুক্ত করবেন

এখানে পাবেন একটি নির্ভরযোগ্য ওয়েব ডোমেইন এন্ড হোস্টিং সার্ভিস।
 

No comments