অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে প্রাথমিক ধারনা এবং একটি চমৎকার উদাহরণ

Share:
নতুন জন্ম নেয়া এই ব্লগে যে গুটিকয়েক ভিজিটর ঢুকেছে এবং যে দুএকজন আমাকে মেইল পাঠিয়েছেন তাতে প্রায় সবারই ভাষ্যটা ছিল একইরকম। আপনারা আমাকে অনেকেই বলেছেন আপনাদের অনেকেরই ছোটখাট একটি ব্লগ অথবা ওয়েবসাইট রয়েছে এবং আপনারা জানতে চেয়েছেন এখন কিভাবে আপনারা আপনাদের সেই ব্লগ বা ওয়েবসাইটটি থেকে আয় করতে পারেন। খুবই প্রত্যাশিত সঙ্গত একটি প্রশ্ন যখন আমার এই ব্লগটি অনলাইন মার্কেটিং ব্লগিং করে কিভাবে আয় করা যায় সেই পাঠই দেয়। কিন্তু প্রথমেই আপনাদের বলে রাখি ব্লগিং করে আয় আঙ্গুল ফুলে কলা গাছ জাতীয় কিছু না। এর পিছনে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে, লেগে থাকতে হবে। আমাকে এতটুকু বিশ্বাস করতে পারেন যদি আপনি আসলেই লেগে থাকতে পারেন আপনি ব্লগিং করে টাকার দেখা পাবেন এবং ১০০% পাবেন।
আজ আমি আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে বলব যা কিনা ব্লগিং করে আয়ের অন্যতম একটি মাধ্যম।

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?
সহজ কথায় আপনি কারো কোন সার্ভিস বা প্রোডাক্ট বিক্রয় করতে সাহায্য করবেন, বিনিময়ে আপনি একটি কমিশন পাবেন। আর অনেক সময় এই কমিশনের পরিমাণ দেখে আপনি সত্যিই টাস্কি খাবেন।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটি চমৎকার উদাহরণঃ
HostGator হচ্ছে বিশ্বের প্রথম সারির একটি হোষ্টিং প্রোভাইডার কোম্পানী। এই কোম্পানীর অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনি অংশগ্রহণ করলে যদি কেউ আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে HostGator- হোষ্টিং নেয় অর্থাৎ একাউন্ট খুলে তবে আপনি প্রতিটি একাউন্টের জন্য ৫০ ডলার করে পাবেন। আর কোন মাসে যদি আপনার মাধ্যমে HostGator ২১ বা তার বেশি একাউন্ট পায় তবে প্রতিটি একাউন্টের জন্য আপনি পাবেন ১২৫ ডলার!! অর্থাৎ ২১ টি একাউন্ট থেকে আপনি পাবেন ২১*১২৫ = ২৬২৫ ডলার যা কিনা দুই লক্ষাধিক টাকার সমান!!!


এবার দেখে নিন HostGator এর অ্যাফিলিয়েট কমিশন প্লান:
01-05 per month ————— $50 /signup
06-10 per month ————— $75 /signup
11-20 per month ————— $100 /signup
21+ per month —————    $125 /signup
Example: If you send us 21 sign-ups in any month you will get
$125x21 = $2,625

HostGator এ একাউন্ট করতে পারেন এখান থেকে


আরো কিছু প্রয়োজনীয় বিষয়:

HostGator Commission Legend

Active - Active commissions are valid and paid up to date, if a commission is Active at the time of a payout it will be paid.
Inactive - The commission has been flagged for inactivity; either the customer's primary domain name is not resolving to our servers, or the customer has not uploaded any files to their account as of the time of payout.
No Tax Form - We require the affiliate to submit a W9 (US) or W8-BEN (non-US) tax form before we can pay the commissions.
Overdue - Overdue means that the customer is currently overdue with us, overdue accounts are not eligible for a commission.
Threshold - This means the commission appears to be valid, but the affiliate has not met the minimum $100 threshold for payout.
Duplicate - A duplicate commission belongs to a customer who already has an existing account with us; a duplicate commission will never be eligible to be paid.
Cancelled - A cancelled commission means that the customer has cancelled his or her account with us, this commission will not be eligible to be paid.
Fraud - Fraud means that either the customer did not verify their account information with us at signup, it can also mean the customer charged back or used a stolen credit card to make their purchase. Fraud accounts are not eligible to be paid, but can change back to active if a customer verifies their account with us.
Expired - This commission was not eligible to be paid out at its scheduled payout date.


আমি আমার পরবর্তী পোষ্টে আপনাদের জানাবো প্রকার অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে এবং ব্যাখ্যা করবো যে কোনটি সবচেয়ে বেশি ফলপ্রসূ

No comments